Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ গর্ভবতী নারী

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটেছে। এবার ওহাইওতে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে এক গর্ভবতী নারীর। পুলিশের বডি ক্যামেরায় ধরা পড়ে সে দৃশ্য। খবর রয়টার্সের।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ওহাইও’র পুলিশ বিভাগ প্রকাশ করে এই ঘটনার ভিডিও ফুটেজ। দু’সপ্তাহ আগে এক গ্রোসারি স্টোরের পার্কিং লটে হয় ঘটনাটি।

ভিডিওতে দেখা যায়, এক চুরির ঘটনায় সন্দেহ করা হয় ২১ বছর বয়সী টাকিয়া ইয়াংকে। এক পুলিশ কর্মকর্তা তাকে গাড়ি থেকে বের হতে বললে অস্বীকৃতি জানান তিনি। এ সময় পুলিশের সাথে তার বাকবিতণ্ডাও চলে। এক পর্যায়ে গাড়ি নিয়ে সামনে যেতে চাইলে বাধা দেয়া হয় টাকিয়াকে। পুলিশকে ধাক্কা দিয়ে গাড়ি এগিয়ে নিতে চাইলে জানালা ভেঙে গুলি করা হয় তাকে। এদিনই হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় ইয়াংয়ের। বাঁচানো যায়নি তার শিশুটিকেও।

এঘটনায় জড়িত দুই পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

এসজেড/

Exit mobile version