Site icon Jamuna Television

দেশের নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত, তলিয়েছে সড়ক-জনপদ

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। যমুনা নদীর পানিতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

এদিকে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার ২৫টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ এখন পানিবন্দি। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও কয়েক হাজার হেক্টর জমির ফসল। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরাঞ্চল ও লোকালয়েও বানের পানি ঢুকছে। কুড়িগ্রামে তিস্তার পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র নদে বেড়েছে পানি। চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাধের ৩০ মিটার অংশ ধসে গেছে বলে জানা গেছে। নিম্নাঞ্চলে পানিবন্দি প্রায় ৫ হাজার পরিবার। তলিয়েছে সাড়ে ৫ হাজার হেক্টর জমির ফসল। নেত্রকোণায় উব্দাখালী ও সোমেশ্বরীর পানিও কয়েকদিন ধরে চোখ রাঙাচ্ছে।

এসজেড/

Exit mobile version