Site icon Jamuna Television

কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় ইংল্যান্ডের

দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। ব্লাক ক্যাপদের ৮৫ রানে হারিয়েছে ইংলিশরা। ইংল্যান্ডের দেয়া ১৯৯ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১০৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

ম্যানচেস্টারে আগে ব্যাটিং করতে নেমে জনি বেয়ারস্টো ভালো শুরু এনে দেয় ইংল্যান্ডকে। তবে আরেক ওপেনার উইল জ্যাক ১৯ এবং দাউয়িদ মালান শূন্য রানে ফিরলে ৪৩-এ দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা। স্বাগতিকদের বড় স্কোরের ভিত গড়েন বেয়ারস্টো ও হ্যারি ব্রুক। দুজনেই তুলে নেন ফিফটি। ব্রুক ৬৭ রান করে সাজঘরে ফিরলে ৬৫ বলে ঝড়ো ১৩১ রানের জুটি ভাঙে।

বেয়ারস্টোর শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন ৮৬ রানে, আর ৪ উইকেটে ১৯৮ রান করে ইংল্যান্ড। বড় টার্গেট তাড়া করতে নেমে ৮ রানের মধ্যেই ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন— এই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। তিন নম্বরে নেমে টিম সাইফার্ট ৩৯, চারে নামা ফিলিপস ২২ আর মার্ক চ্যাম্পম্যান ১৫ রান করলেও অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারায় মাত্র ১০৩ রানে অলআউট হয় ব্লাক ক্যাপরা।

/এমএন

Exit mobile version