Site icon Jamuna Television

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম বাজার চালু হচ্ছে আজ

সমতলের চায়ের ভূমি পঞ্চগড়ে অবশেষে চালু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম বাজার। এরই মধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে চা বোর্ড। ৫টি ব্রোকারেস হাউজ ও ২টি ওয়ারহাউজকে অনুমোদন দেয়া হয়েছে।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা সরকারি অডিটোরিয়ামে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

আয়োজকরা জানিয়েছেন, শুরুতে অনলাইনকেন্দ্রিক নিলাম হবে। এই নিলাম বাজার গড়ে উঠলে সমতলের চা-কেন্দ্রিক অর্থনীতি নতুন মাত্রা পাবে। বাঁচবে কারখানা মালিক ও ব্যবসায়ীদের যাতায়াত খরচ। চাষিরাও চা পাতার ন্যায্যমূল্য পাবেন।

দুই দশকের বেশি সময় ধরে চা বাগানীরা নিলাম কেন্দ্র চালুর দাবি জানিয়ে আসছিল।

/এমএন

Exit mobile version