Site icon Jamuna Television

জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল গ্রেফতার

অর্থপাচার মামলায় জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলকে ভারতে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। ৫৩৮ কোটি রুপি আর্থিক জালিয়াতির দায়ে তাকে অভিযুক্ত করা হয়। খবর জি নিউজের।

মুম্বাইয়ে ইডি কার্যালয়ে ৭৪ বছর বয়সী নরেশকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়। কানাড়া ব্যাংকের করা অর্থ তছরুপের অভিযোগের ভিত্তিতে ইডি তদন্ত চালায়। শনিবার মুম্বাইয়ের বিশেষ পিএমএল আদালতে পেশ করা হবে নরেশকে।

নরেশ গোয়েল ছাড়াও তার স্ত্রী অনিতা, জেট এয়ারওয়েজ এবং কোম্পানির কয়েকজন প্রাক্তন কর্মকর্তার বিরুদ্ধেও জালিয়াতির মামলা করে কানাড়া ব্যাংক। এক সময় ভারতের সর্ববৃহৎ এয়ারলাইন্স জেট ২০১৯ সালের এপ্রিলে দেউলিয়া হয়ে পড়ে। ২০২২ সালের শুরুতে নতুন মালিকানায় চালুর কথা থাকলেও তা হয়নি।

/এমএন

Exit mobile version