Site icon Jamuna Television

ইউক্রেনে দখলকৃত অঞ্চলের উন্নয়নে দুই হাজার কোটি ডলার বরাদ্দ রাশিয়ার

ইউক্রেনে রাশিয়ার দখলকৃত চার অঞ্চলের উন্নয়নে দুই হাজার কোটি ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়া হয়। খবর আল জাজিরার।

রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী আড়াই বছর ধরে কেন্দ্রীয় বাজেট থেকে এসব অঞ্চলের উন্নয়নের জন্য এ অর্থ দেয়া হবে। বাসিন্দাদের ওষুধ, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং পুনঃনির্মাণের লক্ষ্যেই এ বরাদ্দ দেয়া হয়েছে বলে দাবি পুতিন প্রশাসনের।

গত বছর অঞ্চলগুলোকে নিজেদের অংশ হিসেবে ঘোষণার কয়েক মাসের মধ্যেই রুশ সরকারের পক্ষ থেকে উন্নয়নের বিশাল এই বাজেটের ঘোষণা এলো। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন। গত বছর যুদ্ধ শুরুর পর পূর্বাঞ্চলের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে পুতিন প্রশাসন। তবে এলাকাগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করে না মস্কো। রুশপন্থী শাসক নিয়োগ করেছেন প্রেসিডেন্ট পুতিন।

এসজেড/

Exit mobile version