Site icon Jamuna Television

কর্তৃত্ব নেয়াকে কেন্দ্র করে তাবলীগ-জামাতের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ

রাজধানীর কাকরাইলে মার্কাজ মসজিদ ও মাদ্রাসার কর্তৃত্ব নেয়াকে কেন্দ্র করে তাবলীগ-জামাতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল রাত নয়টার দিকে কাকরাইল মসজিদে ভেতরে থাকা মাওলানা জুবায়েরপন্থী গ্রুপকে হটিয়ে ভেতরে প্রবেশ করতে চায় মাওলানা সা’দপন্থীরা। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। মূলত কাকরাইল মার্কাজ মসজিদ ও মাদ্রাসার কর্তৃত্ব নিতেই এমন দ্বন্দ্ব বলে জানা গেছে।

এসময় সা’দপন্থী গ্রুপের মুরুব্বি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয় সেখানে।

Exit mobile version