Site icon Jamuna Television

নোবেল পুরস্কারের নৈশভোজে ফের আমন্ত্রণ পেলো রাশিয়া, বেলারুশ ও ইরান

নোবেল প্রাইজের লোগো।

নোবেল পুরস্কারের নৈশভোজে আবারও আমন্ত্রণ পেলো রাশিয়া, বেলারুশ ও ইরান। ইউক্রেনে আগ্রসন চালানো এবং এতে সমর্থনের দায়ে গেলো বছর এ আয়োজন থেকে বাদ পড়ে মস্কো ও মিনস্ক। আর মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে তেহরানকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

তবে চলতি বছর সুইডেনের স্টকহোমে আয়োজিত হতে যাওয়া এই অনুষ্ঠানে দেশগুলকে ফের আমন্ত্রণ জানিয়েছে নোবেল প্রাইজ ফাউন্ডেশন। খবর বিবিসির।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, বৈশ্বিক অস্থিতিশীলতা মোকাবেলা এবং বিজ্ঞান, সংস্কৃতি ও শান্তিপূর্ণ সমাজের গুরুত্ব বিবেচনায় দেশগুলোকে ফের আমন্ত্রণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই তিন দেশ ছাড়াও অভিবাসনবিরোধী সুইডিশ ডেমোক্র্যাট পার্টির নেতাও প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন নোবেল পুরস্কারে নৈশভোজে।

/এআই

Exit mobile version