Site icon Jamuna Television

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের সাক্ষী হতে ঢাকায় এসেছেন অনেকে

এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর সুধী সমাবেশে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে বাস-ট্রেনে করে ঢাকায় এসেছেন দলটির নেতাকর্মীরা। তারা সাক্ষী হতে চান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানের।

এর মধ্যে শনিবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিশেষ একটি ট্রেন। জেলা আওয়ামী লীগের উদ্যোগে ট্রেনটি রিজার্ভ করা হয়। পাশাপাশি ৩ শতাধিক বাসে করেও রওনা দেন অনেকে। সবমিলিয়ে জেলার ১৩টি ইউনিটের অন্তত ১৭ হাজার নেতাকর্মী সুধী সমাবেশে অংশ নেবেন বলে জানানো হয় দলটির পক্ষ থেকে।

এদিকে, সুধী সমাবেশে অংশ নিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকেও প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকা এসেছেন। সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে রওনা দেন তারা। তারপর বাসসহ বিভিন্ন যানবাহনে চড়ে সমাবেশস্থলে পৌঁছান তারা। এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।

/এমএন

Exit mobile version