Site icon Jamuna Television

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, বেশিরভাগ ইরানি নাগরিক

ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা বেশিরভাগ ইরানি নাগরিক। খবর রয়টার্সের।

শনিবার (২ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন রাজ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। গুরুতর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মেডিকেল কর্মকর্তা বলেন, দুইটি মিনিবাসের সংঘর্ষে এমন ঘটেছে। ধারণা করা হচ্ছে একজন চালক ঘুমিয়ে পড়েছিল।

ইরাকের স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গেল বছর সড়ক দুর্ঘটনায় ৪৯০০ মানুষের মৃত্যু হয়েছে।

এটিএম/

Exit mobile version