Site icon Jamuna Television

কোটি টাকার প্রতারণার শিকার দক্ষিণী তারকা সামান্থা!

ফাইল ছবি

দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তার ম্যানেজারের কাছ থেকে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তার সাথে প্রায় এক কোটি টাকার প্রতারণা হয়েছে বলে দাবি তার। খবর টাইম্‌স নাউ’র।

গত বছর থেকে পেশির প্রদাহজনিত রোগ মায়োসাইটিসে ভুগছেন সামান্থা। তিনি বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। যখন তিনি তার ম্যানেজারের সাথে টেলিফোনে কথোপকথন করছিলেন, তখন তিনি তার আর্থিক লেনদেন সম্পর্কে জানতে পারেন।

এক কোটি টাকার ক্ষতির ফলে নাকি বেশ চটেছেন সামান্থা। গত এক দশক ধরে ওই অভিযুক্ত ম্যানেজারের সঙ্গে কাজ করছিলেন তিনি। তাই পুরনো ম্যানেজারকে বহিষ্কার করে নতুন ম্যানেজারের খোঁজ করছেন সামান্থা।

এর আগে, আর্থিক প্রতারণার কারণে দক্ষিণের আরেক তারকা অভিনেত্রী রশ্মিকা মান্দান্না তার দীর্ঘদিনের ম্যানেজারকে বহিষ্কার করেছিলেন।

এটিএম/এআই

Exit mobile version