Site icon Jamuna Television

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: প্রথম যাত্রী প্রধানমন্ত্রী, দিলেন ২৫ গাড়ির টোল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে টোল পরিশোধকারী প্রথম ব্যক্তি হলেন তিনি। কাওলা প্রান্তের টোল প্লাজায় গাড়ি প্রতি ৮০ টাকা করে বহরের ২৫টি গাড়ির জন্য ২ হাজার টাকা টোল পরিশোধ করেছেন সরকারপ্রধান। তার বহরের গাড়িগুলো প্রতিটি ৮০ টাকার টোল স্ল্যাবের অন্তর্ভুক্ত ছিল।

এর আগে, শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন মঞ্চে গিয়ে বোতাম চেপে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুগে প্রবেশ করে বাংলাদেশ।

এরপরই গাড়ি বহর নিয়ে পাড়ি দেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন

Exit mobile version