Site icon Jamuna Television

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন আলভি

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন বর্ষীয়ান রাজনীতিবিদ ডাক্তার আরিফ আলভি। ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে তাকে শপথ পড়াবেন পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার।

এ উপলক্ষে শনিবার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করে প্রেসিডেন্ট ভবন ছেড়ে যান মামনুন হুসাইন। আলভির শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ইমরান খান, সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াসহ পাকিস্তানের শীর্ষ রাজনীতিবিদ ও বিদেশি কূটনীতিকরা।

৩৫৩ ভোটে জয় পেয়ে গত মঙ্গলবার রাষ্ট্রপ্রধানের পদ নিশ্চিত করেন আলভি। ক্ষমতাসীন পিটিআই’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি।

পেশায় চিকিৎসক হলেও রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ৬৯ বছর বয়সী এ নেতা। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিটিআই সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

Exit mobile version