Site icon Jamuna Television

ঢাকা মেডিকেল থেকে চুরি যাওয়া নবজাতক কামরাঙ্গীরচর থেকে উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি হওয়া নবজাতক আব্দুল্লাহকে কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে বাচ্চাটিকে উদ্ধার করে শাহবাগ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে একজন নারী নবজাতকটিকে চুরি করে নিয়ে যান। পরে সিসি ক্যামেরা ও তথ্য প্রযুক্তির সহায়তায় কামরাঙ্গীরচর থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। নবজাতকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

এটিএম/

Exit mobile version