Site icon Jamuna Television

ইরাকে কুর্দি-আরবদের সংঘর্ষে নিহত ১, আহত ৮

ইরাকের কিরকুকে কুর্দি ও আরবদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কারফিউ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। এ ঘটনায় ১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৮ জন। খবর আল জাজিরার।

সম্প্রতি শহরটিতে কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি-কেডিপির প্রধান কার্যালয় পুনরায় চালুর পর ক্ষুব্ধ হয়ে ওঠে আরবরা। বেশ কিছুদিন ধরে গুরুত্বপূর্ণ কিরকুক-ইরবিল প্রধান সড়ক অবরোধ করে রাখে তারা। শনিবার রাস্তা আটকে রাখার প্রতিবাদে সেখানে বিক্ষোভ করে কুর্দিরা। এ সময় দু’পক্ষের বিবাদ থেকে শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত।

এ সময় একাধিক যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় ফাঁকা গুলি।

এনিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আল সুদানি। সেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এসজেড/

Exit mobile version