Site icon Jamuna Television

ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে মালিবাগে রেললাইন অবরোধ করেন রেল বিভাগের অস্থায়ী শ্রমিকরা। অবিলম্বে চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল অবরোধ করেছেন তারা। এতে সকাল ১০টার পর থেকে রাজধানীতে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে। কমলাপুর রেলস্টেশনে আটকে আছে অগ্নিবীণা, রংপুর এক্সপ্রেস, একতা, জয়তন্তিকা, তিতাস কমিউটার, কিশোরগঞ্জ এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন।

এদিকে, রেললাইন অবরোধের ফলে ভোগান্তিতে পড়েছেন বহু ট্রেনযাত্রী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজধানীর উদ্দেশে রওনা করেছেন কিংবা রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছিলেন, চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।

এসজেড/

Exit mobile version