Site icon Jamuna Television

ঝিনাইদহে ৫৩০ পিস ইয়াবাসহ কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের বারবাজার এলাকা থেকে কালীগঞ্জ থানা পুলিশ ইয়াবাসহ আব্দুল্লাহ আল-মামুন (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল-মামুন বারবাজার মিঠাপুকুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল-মামুন তার বাড়িতে বিক্রির জন্য ইয়াবা মজুদ করে রেখেছে। তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হলে তার স্বীকারোক্তি মোতাবেক শোবার ঘরের বক্স খাটের ড্রয়ার থেকে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ এ এলাকায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

এজেড/এটিএম

Exit mobile version