Site icon Jamuna Television

নৃশংসভাবে গৃহকর্মীকে হত্যা, গ্রেফতার গৃহকর্ত্রী ডলি

নৃশংসভাবে শারীরিক নির্যাতনে গৃহকর্মীকে হত্যার অভিযোগে বাসার গৃহকর্ত্রী সাথী পারভীন ডলিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত গৃহকর্মীর নাম হেনা।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় রমনা বিভাগের ডিসি আশরাফ হোসেন।

তিনি জানান, হত্যার শিকার শিশুটি এতিম। তার পরিবারেও কেউ নেই। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে শিশুটিকে বাসায় কাজের জন্য আনা হয়েছিলো। ঘটনার দিন তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পুলিশ জানায়, নিহত শিশুর পা থেকে মাথা পর্যন্ত মারধরের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর থেকে ঘাতক ডলি পালিয়ে যায়। মোবাইল ফোনও বন্ধ করে রাখে, যাতে তাকে পুলিশ ধরতে না পারে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনিবার যশোর থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ডলি হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এটিএম/

Exit mobile version