Site icon Jamuna Television

ভৈরব নদ থেকে হকারের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, যশোর:

যশোর শহরের বড়বাজার কাঠেরপুল এলাকায় ভৈরব নদ থেকে শুকুর আলী (২২) নামে এক হকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শুকুর আলী শহরের শেখহাটি বাবলাতলা এলাকার সিদ্দিক শেখের ছেলে।

নিহতের পিতা সিদ্দিক শেখ জানান, তার ছেলে ভ্যানে করে ব্রাশ, কলমসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন। তিনি শুনেছেন শুক্রবার রাতে শহরের দড়াটানা মোড়ে কিছু লোক তার ছেলেকে ধাওয়া করে। ঘটনার পর থেকেই তার ছেলে রাতে আর বাড়ি ফেরেনি। শনিবার সকাল থেকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে কাঠেরপুল এলাকায় লাশ উদ্ধারের খবর শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং শুকুর আলীর লাশ শনাক্ত করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, স্থানীয়দের কাছে লাশ ভাসার খবর জানতে পেরে তারা ঘটনাস্থলে যান। এরপর শুকুর আলী নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এজেড/এটিএম

Exit mobile version