Site icon Jamuna Television

মানুষের পাশে থেকে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৈরীতা নয় শান্তিতে বিশ্বাসী বাংলাদেশ। প্রতিটি দেশের সাথেই বাংলাদেশের সুসম্পর্ক আছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে নৌ ও বিমান বাহিনীর বার্ষিক নির্বাচনী পর্ষদে অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা যাতে কোনো ক্ষেত্রেই পিছিয়ে না থাকে সে লক্ষ্যে সরকার সব সময়ই কাজ করে গেছে। দেশের অগ্রগতির পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান।

পরে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে থেকে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে সশস্ত্র বাহিনী। এই বাহিনীকে সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী নেতৃত্ব বেছে নেয়ার পরামর্শ দেন তিনি।

এটিএম/

Exit mobile version