Site icon Jamuna Television

‘নোবেল প্রাপ্তির জন্য টাকার বিনিময়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে’

রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হয়ে দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রী। এমন মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নোবেল প্রাপ্তির জন্য টাকার বিনিময়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, সুচি’র দপ্তরের মন্ত্রীর সাথে বাংলাদেশের বৈঠকটি ‘আই ওয়াশ’ ছাড়া আর কিছুই নয়। জাতিসংঘকে পাশ কাটিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ চুক্তি লোক দেখানো বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, জনদুর্ভোগের দিকে না তাকিয়ে পুরস্কারের পিছনে ছুটছে সরকার।

Exit mobile version