Site icon Jamuna Television

সাংবাদিক সুবর্ণা হত্যা মামলার আসামি মিলন গ্রেফতার

পাবনা প্রতিনিধি:

পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি শামসুজ্জামান মিলনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। সে সুবর্ণা নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মাসিউটিক্যাল ইউনানী’র ম্যানেজার। নদীর পরিবারের দাবি, সুবর্ণাকে হত্যার সময় মিলন সেখানে উপস্থিত ছিলো।

গত ২৮ আগস্ট রাতে শহর থেকে ভাড়া বাসায় ঢোকার মুহুর্তে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুবর্ণা নদীর মা মর্জিনা বেগম বাদি হয়ে নদীর সাবেক স্বামী-শ্বশুরসহ তিনজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে এ ঘটনায় সুবর্ণার সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তবে এখনও গ্রেফতার হয়নি সুবর্ণার সাবেক স্বামী রাজিব হোসেন।

Exit mobile version