Site icon Jamuna Television

মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম

মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম। ১২ কেজির সিলিন্ডারে ১৪৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮৪ টাকা। কার্যকর হবে আজ সন্ধ্যা ৬টা থেকে।

রোববার (৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন।

তিনি জানান, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। এতে বেসরকারিভাবে প্রতিকেজির দাম বাড়লো ১২ টাকা করে। এর চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে গ্রাহকদের অভিযোগ জানাতে বলেছে বিইআরসি।

এটিএম/

Exit mobile version