Site icon Jamuna Television

সংসদ নির্বাচনের আগে শেষ অধিবেশন আজ

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ। জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই শেষ অধিবেশন।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। এবারের অধিবেশনে ২২টি আইন সংসদে উত্থাপিত হতে পারে। অধিবেশন শুরুর আগে হচ্ছে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক। কত কার্যদিবস অধিবেশন চলবে তা চূড়ান্ত হবে এই বৈঠকে। এতে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।

এটিএম/

Exit mobile version