Site icon Jamuna Television

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে রাজধানীর হোটেল রেডিসনে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-আইএসডিবি-এর রিজিওনাল অফিস উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সকলের। তাই তাদের জন্য বিশ্বের সবাইকে একসাথে কাজ করতে হবে। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে চলমান সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

আইএসডিবির রিজিওনাল অফিস ঢাকায় স্থাপন করায় সংস্থাটিকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এসময় বিনিয়োগ ঘাটতি পূরণ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ইসলামিক ডেভলেপমেন্ট ব্যাংক, আইএসডিবি’র সহায়তাও চান তিনি।

Exit mobile version