Site icon Jamuna Television

টাঙ্গাইলে তালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ, পলাতক স্বামী ও রুমমেট

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে একটি ভবন থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য জানায় পুলিশ। নিহত গৃহবধূর নাম খাদিজা বেগম।

স্থানীয়রা জানায়, বটতলা এলাকার একটি ফ্লাটে ভাড়া থাকতেন নিহত খাদিজা ও তার স্বামী রাশেদুল ইসলাম। কয়েকদিন আগে তাদের বাসায় সাবলেট হিসেবে ওঠে রিনা নামের এক নারী। সাবলেট ওঠানোকে কেন্দ্র করে বেশ কিছু দিন কলহ চলছিল স্বামী ও স্ত্রীর মধ্যে। আজ তাদের বাসার রুম তালাবদ্ধ দেখে দরজা ভাঙা হলে খাদিজার লাশ দেখতে পায় বাড়ির মালিক ও প্রতিবেশীরা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী রাশেদুল ও সাবলেট থাকা ওই নারী।

সদর থানার ওসি আবু ছালাম মিয়া জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এমএইচ/ এএম

Exit mobile version