Site icon Jamuna Television

আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সুপার ফোরে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত’র জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ৩৩৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪৫ রানে গুড়িয়ে যায় আফগানরা। টাইগার পেসার তাসকিন তুলে নেন ৪টি উইকেট।

এই জয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেললো সাকিব আল হাসানের দল। ক্রিকেট বিষয়ক সাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সমীকরণ সহজ। বাংলাদেশ আর শ্রীলঙ্কা উঠবে সুপার ফোরে। আফগানিস্তানের সুপার ফোরে উঠতে হলে জিততে হবে বড় ব্যবধানে। যদি কোনোভাবে তারা সেই বড় ব্যবধানে জিতেও যায়, তাহলে নেট রানরেটে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে নিচে নেমে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ আর আফগানিস্তান খেলবে সুপার ফোর। আর শ্রীলঙ্কাকে যদি কম ব্যবধানে হারায় আফগানরা, তাহলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

রোববার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের ছুড়ে দেয়া বড় লক্ষ্যর জবাবে খেলতে নামা আফগানিস্তানকে ভালো শুরু পেতে দেননি শরিফুল ইসলাম। এই টাইগার পেসার নিজের প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ করেন। অবশ্য দ্বিতীয় উইকেটে রহমত শাহ ও ইব্রাহীম জাদরান ৭৮ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দেন। তাসকিন আহমেদ ব্যাক অব দ্য লেন্থ ডেলিভারিতে সুইংয়ে পরাস্ত করে ৩৩ রান করা রহমতকে বোল্ড করেন।

স্রোতের বিপরীতে আফগানদের একাই টেনে নিয়ে যান ওপেনার ইব্রাহীম জাদরান। মেহেদী হাসান মিরাজের করা বল লং অনে পাঠিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ হাফ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহীম। ফিফটির পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। তবে আফগান ওপেনারকে থ্রী ফিগার ছুঁতে দেননি হাসান মাহমুদ। মোস্তাফিজের বদলে এই ম্যাচে সুযোগ পাওয়া হাসানের অফ লেন্থের বল ইব্রাহীমের ব্যাটের কানায় লেগে মুশফিকের গ্লাভসে ধরা পড়ে।

ইব্রাহীম ফিরে গেলেও একপ্রান্ত ধরে খেলেন আফগান অধিনায়ক শহীদি। ৫৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। শহীদির সঙ্গে নাজিবউল্লাহ জাদরান চতুর্থ উইকেটে যোগ করেন ৬২ রান। নাজিবউল্লাহকে এক্রস দ্য লাইন ডেলিভারিতে বোল্ড করে বাংলাদেশকে ছন্দ এনে দেন মিরাজ। ভয়ঙ্কর হয়ে ওঠা শহীদিকে অফ স্টাম্পের বাইরের সুইং ডেলিভারিতে থার্ড ম্যান অঞ্চলে হাসান মাহমুদের ক্যাচ বানান শরিফুল ইসলাম। আর তাতেই ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসে। এরপর ১৩ রান করা গুলবাদিন নাইবকেও বোল্ড করেন শরিফুল। এরপর রশিদ খান ২০ রান করলেও আর কেউ দাঁড়াতে না পারলে আফগানিস্তানের ইনিংস থামে ২৪৫ রানে।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ৩৩৪ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ।

/আরআইএম

Exit mobile version