Site icon Jamuna Television

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড তাইওয়ানের একাংশ

টাইফুন ‘হাইকুই’র তাণ্ডবে লণ্ডভণ্ড তাইওয়ান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাউন্টি তাইতুং। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানায়নি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ৪ হাজারের কাছাকাছি বাসিন্দাকে। খবর রয়টার্সের।

এদিকে, অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত করা হয়েছে। বিপাকে পড়েছে আন্তর্জাতিক ফ্লাইটও, ৪১টি উড্ডয়ন বাতিল হয়েছে। তাছাড়া, সবধরনের নৌযানকে উপকূলে ফেরার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আবহাওয়া অধিদফতরের বিবৃতি অনুসারে, চার বছর পর সরাসরি তাইওয়ান ভূখণ্ডে আঘাত হানলো কোনো ঝড়। মাত্র একদিন আগে, প্রলয়ংকারী টাইফুনে বিপর্যস্ত হয় চীনের একাংশ। প্রাণ যায় ২ জনের; বাস্তুচ্যুত ৯ লাখ বাসিন্দা।

/এমএন

Exit mobile version