Site icon Jamuna Television

যমুনা নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি মানুষের

উন্নতি হচ্ছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের প্লাবন পরিস্থিতি। জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি কমেছে ২৬ সেন্টিমিটার। পানি কমার পরেও বিপৎসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। এখনও জলমগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল। পানিবন্দি প্রায় ১০ হাজার মানুষ। প্লাবনে ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার হেক্টর রোপা আমনের ক্ষেত।

এদিকে, বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টেও পানি কমেছে। তবে এখনও বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরিবর্তিত আছে সিরাজগঞ্জের প্লাবন পরিস্থিতি। পানি কমার সাথে সাথে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামে। প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫টি স্থানে ৭৮০ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পানিবন্দি ৫ হাজারেরও বেশি মানুষ।

/এমএন

Exit mobile version