Site icon Jamuna Television

তিন হাজার বছর আগের মানুষের দেহাবশেষের সন্ধান

তিন হাজার বছর আগের মানুষের দেহাবশেষ মিললো পেরুর উত্তরাঞ্চলে। ইনকা সভ্যতা পূর্ব যুগের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রমাণও মেলে। কাজামারকার টারলেন লা বোম্বায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া যায়। দীর্ঘদিন ধরে পেরু ও জাপানের প্রত্নতাত্ত্বিকরা কাজ করছেন সেখানে। খবর রয়টার্সের।

গবেষণা বলছে, অঞ্চলটিতে ওই এলাকার সবচেয়ে বড় বসতি ছিল। খোড়াখুড়িতে বেরিয়ে আসে ২৪ হেক্টর জায়গাজুড়ে বিস্তৃত একটি এলাকার চিত্র। পাওয়া যায় হিস্পানিক-পূর্ব যুগের একটি প্রার্থনাকেন্দ্র ও কবরস্থান। ওয়ারি রাজত্বের সময়কাল খ্রিষ্টপূর্ব ৮শ’ থেকে ১ হাজার অব্দের ব্যবহৃত নানা ধরনের তৈজসপত্রের সন্ধানও মেলে। ওয়ারি ছাড়াও সেখানে সিকান, কাজামারকা ও চিমুদের ব্যবহৃত চিনামাটির পণ্যও পাওয়া যায়।

/এমএন

Exit mobile version