Site icon Jamuna Television

এশিয়া কাপের ভেন্যু পরিবর্তন হতে পারে?

পরিবর্তন হতে পারে এশিয়া কাপের ভেন্যু। কলম্বোর বৈরি আবহাওয়ার কারণে সুপার ফোরের শ্রীলঙ্কার ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এশিয়া কাপের মোট ১৩ ম্যাচের মধ্যে ৯টি অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কায়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর ফাইনালসহ ৬টি ম্যাচের সূচি রাখা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে বিগত কয়েকদিনের ভারী বর্ষণে কলম্বোর উত্তর অংশে দেখা দিয়েছে বন্যা, যে প্রান্তে প্রেমাদাসা স্টেডিয়াম অবস্থিত।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, কলম্বোয় আরও দুই সপ্তাহ টানা বৃষ্টি হবে। যার কারণে সুপার ফোরের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। আর সেদিক বিবেচনায় নিয়েই ভেন্যু পরিবর্তনের আভাস দিয়েছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

/এমএন

Exit mobile version