Site icon Jamuna Television

দীপাবলিতে মুক্তি পাচ্ছে সালমান খানের টাইগার-থ্রি

সংগৃহীত ছবি

মুক্তি পেতে যাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘টাইগার-থ্রি’। সম্প্রতি এই সিনেমার পোস্টার প্রকাশ হলে সিনেমাপ্রেমীদের মাঝে তুমুল সাড়া ফেলেছে।

চলতি বছর দীপাবলিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এমন ঘোষণা দেয়া হয়েছে। সালমান খান সিনেমার পোস্টারও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, আর লিখেছেন ‘আসছি’।

হিন্দি, তামিল ও তেলেগু— এই তিন ভাষায় সিনেমাটি মুক্তি দেয়া হবে। পোস্টার দেখে ধারণা করা হচ্ছে, টাইগার জিন্দা হ্যায় ও পাঠান সিনেমার ঘটনা অনুসরণ করবে টাইগার-থ্রি।

/এআই/এমএন

Exit mobile version