Site icon Jamuna Television

ইরিত্রিয়া শরণার্থীদের সংঘর্ষ: কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

ইসরায়েলে ইরিত্রিয়ার শরণার্থীদের সংঘর্ষের ঘটনায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। প্রয়োজনে আশ্রয়প্রার্থীদের বের করে দেয়ার হুমকি দেন তিনি। খবর রয়টার্সের।

নেতানিয়াহু বলেন, অনুপ্রবেশকারীদের বিষয়ে আরও সতর্ক হবে ইসরায়েল। ইরিত্রিয়ার শাসকশ্রেণীর প্রতি সমর্থনকারীদের তেল আবিবে আশ্রয় দেয়া হবে না বলেও জানিয়ে দেন। সহিংসতাকারীদের দাঙ্গাবাজ হিসেবে আখ্যা দেন ইসরায়েলের প্রেসিডেন্ট।

গত শনিবার (২ সেপ্টেম্বর) ইরিত্রিয়ার রেভল্যুশন ডে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেল আবিবে। সেখানে ইরিত্রিয়া সরকারের সমর্থক ও বিরোধীদের মাঝে ছড়িয়ে পড়ে ব্যাপক সংঘর্ষ। অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।

বাইরে পুলিশের গাড়িসহ যানবাহন ও দোকানপাটেও করে অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টান গ্রেনেড ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। আহত হয় শতাধিক। আটক করা হয় ৩৯ জনকে। ইসরায়েলে রয়েছেন ইরিত্রিয়ার সাড়ে ২৫ হাজার আশ্রয়প্রার্থী।

/এএম

Exit mobile version