Site icon Jamuna Television

চাঁদের বুকে ঘুমিয়ে গেলো ভারতের চন্দ্রযান

সম্প্রতি চাঁদের বুকে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩ বিক্রম। তবে এরইমধ্যে তা ঘুমিয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। খবর ইন্ডিয়া ট্যুডের।

মূলত বিদ্যুতের সংকটেই এমনটি হয়েছে বলে জানিয়েছে তারা। বিক্রমের চার্জ ধারন ক্ষমতা এক চান্দ্রদিনের। যা পৃথিবীর ১৪ দিনের সমান। সেখানে শুধু বিক্রম ঘুমিয়ে পড়েছে এমন নয়, বিক্রমের সঙ্গী প্রজ্ঞান রোভারও একই কারণে স্লিপ মুডে চলে গেছে।

ইসরো আরও জানায়, যতদিন সৌরবিদ্যুতের সাহায্যে তাদের ব্যাটারি চার্জ না হবে ততোদিন তারা স্লিপমুডেই থাকবে। তবে তারা পুনরায় আবার কবে থেকে কাজ শুরু করবে তাও জানিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে ২২ সেপ্টেম্বর সূর্যোদয় হবে। এরপর থেকে কাজ শুরু করতে পারবে ল্যান্ডার বিক্রম।

এটিএম/

Exit mobile version