Site icon Jamuna Television

মাদারীপুরে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। মৃত দুই শিশু স্থানীয় সুরুজ মুন্সীর ছেলে হুজায়ফা (৫) এবং পাকের মিয়ার ছেলে হামীম (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামের আমজাদ উকিল সেতুর নিচে খালের পানিতে কিছু শিশু গোসল করতে নামে। এ সময় সেতুর এক পিলার থেকে আরেক পিলারে সাতাঁর কেটে যাওয়ার সময় স্রোতে ডুবে যায় তাদের মধ্যে দুই জন।

ডুবে যাওয়ার দৃশ্য দেখে গোসল করতে থাকা অন্য শিশুরা তীরে এসে চিৎকার করলে পানিতে নেমে তাদেরকে উদ্ধারের চেষ্টা করে স্থানীয়রা। অনেক খোঁজাখুঁজির পরে হামিমকে মৃত অবস্থাতেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা।

এর প্রায় ৪০ মিনিট পরে শিশু হুজায়ফাকে খুঁজতে খালের তীরে আসে তার মা। পানিতে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শিবচর থানার উপ-পরিদর্শক মো. মোদাচ্ছের মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেশ কয়েকজন শিশু একটি খালে গোসল করতে নামলে স্রোতের টানে দুই শিশু তলিয়ে যায়। পরে মৃত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে।

/এমএইচ/এটিএম

Exit mobile version