Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । ফাইল ফটো

৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘ইস্ট এশিয়া সামিটে’ যোগ দিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছলে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. সাজেবুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে, একইদিন সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাষ্ট্রপতি, তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ভিয়েতনামের প্রধানমন্ত্রী, আইওরা মহাসচিব এবং আরও কয়েকজন রাষ্ট্রীয় নেতার সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সম্মেলনে যোগদান শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ সেপ্টেম্বর জাকার্তা থেকে সিঙ্গাপুর যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এটিএম/

Exit mobile version