Site icon Jamuna Television

শরীয়তপুরে ২০টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৭

শরীয়তপুর প্রতিনিধি:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল শরীয়তপুরের নড়িয়া উপজেলার হাকিম সরদার ও দরবেশ খাঁর কান্দি গ্রামের হালিম রাড়ির মধ্যে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে হাঁসেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, রোববার উপজেলার রাজনগর ইউনিয়নের হাঁসেরকান্দি গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ৬ জনকে আটক করে। ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলাও করে গতকাল।

পরে আজ ওই এলাকার জামাল বাড়ির বাড়িতে অভিযান চালালে ২০টি ককটেল, টেঁটা, ঢাল, রাম, ছুড়ি, কুড়াল ও রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জামালকে আটক করে পুলিশ।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নড়িয়া থানা পুলিশ জানায়। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরকম অভিযান নিয়মিত অব্যহত থাকবে বলেও জানায় পুলিশ।

/এমএইচ/এটিএম

 

Exit mobile version