Site icon Jamuna Television

শর্ত পূরণ না হলে শস্যচুক্তিতে ফিরবে না মস্কো: পুতিন

পশ্চিমারা শর্ত না মানলে শস্যচুক্তি নবায়ন করবে না রাশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে বৈঠকে সাফ জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

কৃষ্ণসাগরীয় শহর সোচিতে দুই নেতার বৈঠকে পুতিন আবারও অভিযোগ করেন, রাশিয়ার খাদ্যপণ্য ও সার রফতানির বাধাগুলো তুলে নেয়ার অঙ্গীকার পূরণ হয়নি। পরিবহন ও বিমার ক্ষেত্রে নানা ধরনের নিষেধাজ্ঞার কারণে ব্যাহত হচ্ছে কৃষিপণ্যের বাণিজ্য। শর্ত পূরণ হলে কয়েকদিনের মধ্যেই চুক্তিতে ফিরবে মস্কো।

এদিকে, রাশিয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। দাবি, মস্কোর শস্য ও সার তাদের নিষেধাজ্ঞার টার্গেট নয়।

এরপরও অবশ্য আশাবাদী এরদোগান। জানান, শিগগিরই আসতে পারে বড় কোনো ঘোষণা। বিষয়টির সুরাহায় নতুন একগুচ্ছ প্রস্তাবের প্যাকেজ তৈরি করেছেন তারা।

/এমএন

Exit mobile version