Site icon Jamuna Television

নির্যাতনের অভিযোগ প্রাক্তন বান্ধবীর, অ্যান্টনিকে দল থেকে বাদ

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা উইঙ্গার অ্যান্টনিকে দল থেকে বাদ দিয়েছে ব্রাজিল। এই উইঙ্গারের সাবেক বান্ধবী তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করায় এই সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ।

গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গত ২০ মে অ্যান্টনির বিপক্ষে তার সাবেক বান্ধবী ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্ট করে। কিন্তু গত জুনে এই অভিযোগ অস্বীকারও করেছেন অ্যান্টনি।

এই ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর গণমাধ্যমে খবর প্রকাশ হলে অ্যান্টনিকে দল থেকে বাদ দিলো ব্রাজিল। সিবিএফ বলছে, সুষ্ঠ তদন্তের সার্থেই অ্যান্টনিকে দলের বাইরে রাখা হয়েছে। অ্যান্টনির পরিবর্তে গ্যাব্রিয়েল জেসুসকে দলে নিয়েছে ব্রাজিল।

আগমী ৮ সেপ্টেম্বর বলিভিয়া এবং ১২ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল।

/এমএন

Exit mobile version