Site icon Jamuna Television

রাশিয়া যাচ্ছেন কিম জং উন

চলতি মাসেই রাশিয়া সফরে যাবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। অস্ত্র সরবরাহ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন।

সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ। পিয়ংইয়ং থেকে অস্ত্রে সজ্জিত ট্রেনে রুশ শহর ভ্লাদিভোস্টকে যেতে পারেন কিম। তবে বৈঠকের সম্ভাব্য স্থান নিশ্চিত করা হয়নি।

গত জুলাইয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাথে সাক্ষাৎ হয় কিমের। কোরিয় যুদ্ধ অবসানের ৭০তম বার্ষিকী উদযাপনে অনুষ্ঠিত বিশাল সামরিক প্যারেড পরিদর্শন করেন শোইগু। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি রাশিয়া বা উত্তর কোরিয়া।

এর আগে, রাশিয়া-উত্তর কোরিয়ার অস্ত্র সংক্রান্ত আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছিল হোয়াইট হাউস।

/এমএন

Exit mobile version