Site icon Jamuna Television

শৈশবের ক্লাব সেভিয়াতেই ফিরলেন রামোস

দলবদলের মৌসুম শেষ হয়ে গেলেও পছন্দসই কোনো ক্লাব পাচ্ছিলেন না ৩৭ বছর বয়সি স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। মেজর লিগ সকার ও সৌদির একাধিক ক্লাব আগ্রহ দেখালেও কথা বেশিদূর আগাননি রামোস। তিনি হয়তো চাচ্ছিলেন ভিন্ন কিছু।

প্যারিস থেকে অবশেষে ফিরলেন ঘরের মাটিতেই। এই স্প্যানিশ এক বছরের চুক্তি সেরেছেন তার শৈশবের ক্লাব সেভিয়ার সঙ্গে। ৭ বছর বয়সে সেভিয়ার একাডেমিতে যোগ দিয়েছিলেন এই ডিফেন্ডার। এরপর ১৬ বছর বয়সে সেভিয়ার রিজার্ভ দলে অভিষেক হয়েছিল তার।

২০০৫ সালে ১৯ বছর বয়সে রেকর্ড ট্রান্সফার ফি-তে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই তারকা। লস ব্লাঙ্কোসদের ডেরায় কাটিয়েছেন ১৬ বছর, দিয়েছেন নেতৃত্বও। মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতে গত দুই মৌসুম পিএসজির হয়ে খেলেছেন তিনি। গত মৌসুমে পিএসজির সাথে চুক্তি শেষ হবার পর ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন রামোস।

/এমএইচ/এমএন

Exit mobile version