Site icon Jamuna Television

প্রধান বিচারপতির সাথে খালেদা জিয়ার আইনজীবীদের সাক্ষাৎ

খালেদার জিয়ার মামলা ও চিকিৎসা বিষয়ে কথা বলতে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন জন্য খালেদা জিয়ার সিনিয়র আইনজীবীরা। দুপুর একটার দিকে তারা প্রধান বিচারপতির কক্ষে দেখা করেন। এসময়ে আইনজীবীদের মধ্যে ছিলেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকনসহ আরও সিনিয়র আইনজীবী।

সাক্ষাৎ শেষে এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কারাগারে আদালত বসানো যায় না। এ বিষয়টি অবহিত করে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছি। বিষয়টি দেখার আশ্বাসও দিয়েছেন প্রধান বিচারপতি।

Exit mobile version