Site icon Jamuna Television

করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এখবর জানিয়েছে হোয়াইট হাউস। করোনা পরীক্ষায় স্ত্রীর রেজাল্ট পজিটিভ আসলেও প্রেসিডেন্ট বাইডেনের ফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে। খবর ভয়েজ অব আমেরিকার।

হোয়াইট হাউস এর বরাতে আরও জানা গেছে, জিল বাইডেনের করোনা পজিটিভ হওয়ায় ওই দিন সন্ধ্যায় বাইডেনেরও করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসে। তবে ফার্স্ট লেডি করোনা আক্রান্ত হওয়ার কোনো প্রভাব বাইডেনের বিদেশ সফরে পড়বে কিনা এ সংক্রান্ত কোনো তথ্য দেয়নি তারা।

আগামী বৃহস্পতিবার নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এছাড়াও আগামী রোববার হ্যানয়তে যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে গত বছরের জুলাইয়ে করোনা পজিটিভ আসে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট এবং আগস্টে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭২ বছর বয়সী জিল বাইডেন।

এক বিবৃতিতে জিল বাইডেনের জনসংযোগ পরিচালক আলেকজান্ডার জানান, আপাতত করোনা আক্রান্ত জিল ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবথ সৈকতে তার বাড়িতে থাকবেন। গতকাল সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে একাই ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট।

/এমএইচ/এসজেড/

Exit mobile version