Site icon Jamuna Television

গাজায় ময়লার ভাগাড়ে আগুন: নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ

গাজা উপত্যকায় ময়লার ভাগাড়ে ছড়ানো আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাইরের সহযোগিতা চেয়েছেন ফায়ার ব্রিগেডের কর্মীরা।

বিশাল এলাকাজুড়ে আবর্জনা ফেলার জায়গাটি ইসরায়েল সীমানার কাছেই। চলতি সপ্তাহেই সেখানে ভয়াবহ আগুন ছড়ায়। যা বর্তমানে ৫ লাখ ৪০ হাজার বর্গফুট এলাকাজুড়ে জ্বলছে। কালো ধোঁয়া আর দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ট। অনেকে তীব্র শ্বাসকষ্টে ভুগছেন।

গাজা পৌরসভার দাবি, আগুন নেভানোর সরঞ্জামের অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাছাড়া, ইসরায়েলের অবরোধের কারণে আনা যাচ্ছে না প্রয়োজনীয় রাসায়নিক আর যন্ত্রপাতিও। সুতরাং সহসা পরিস্থিতি উন্নত হওয়ার সম্ভাবনা নেই।

/এমএন

Exit mobile version