Site icon Jamuna Television

বিশ্বকাপের দল ঘোষণা করলো ভারত

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত। নতুন কোনো চমক ছাড়াই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ স্কোয়াড। অবশ্য দলে জায়গা পাননি এশিয়া কাপের দলে থাকা দুই ক্রিকেটার।

রোহিত শর্মাকে অধিনায়ক ও হার্দিক পান্ডেয়াকে সহ-অধিনায়ক করে আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে তারা। ভারতের ১৫ জনের দলে রয়েছেন পাঁচ জন ব্যাটার, দুজন উইকেটরক্ষক-ব্যাটার, চার জন অলরাউন্ডার, তিন জন পেস বোলার ও একজন স্পিনার।

আইসিসির নিয়ম অনুযায়ী, ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। তাই আজ শেষ দিনে বিশ্বকাপের দল ঘোষণা করলো ভারত। তবে ঘোষণা করা ১৫ জনের দল চাইলেই পরিবর্তন করতে পারবে ভারত। কারণ, মূল দল ঘোষণা করার শেষ সময়সীমা আগামী ২৮ সেপ্টেম্বর।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডেয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

/এমএইচ

Exit mobile version