Site icon Jamuna Television

বাঁচা মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

গ্রুপ পর্বের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

জিতলেই সুপার ফোর এমন সমীকরণ সামনে নিয়ে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান দলপতি দাসুন শানাকা। এদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ বড় ব্যবধানে জিততেই হবে আফগানদের।

একাদশে কোনো পরিবর্তন আনেনি কোনো দল। বাংলাদেশের বিপক্ষে খেলা একই স্কোয়াড নিয়েই মাঠে নামছে আফগান ও লঙ্কানরা।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজল হক ফারুকি ও মুজিব উর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা। 

/এমএইচ

Exit mobile version