Site icon Jamuna Television

ইউনাইটেডের বিকল্প হিসেবে অ্যাপোলো হাসপাতালের প্রস্তাব করেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি

খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত কিছু লিখিত অনুরোধ জানিয়েছে বিএনপি। এই লিখিত আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিষয়টি বিবেচনা করার নির্দেশনা দিয়েছি। যদি প্রয়োজন হয় সর্বোচ্চ ব্যবস্থা নেবো, তবে তার আগে কারা মহাপরিদর্শকসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়া হবে। রোববার বিএনপি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

তিনি জানান, বিএনপি এবার ইউনাইটেড হাসপাতালের পাশাপাশি অ্যাপোলো হাসপাতালের কথাও প্রস্তাব করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা যা বলবেন তাই করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া আগে থেকেই রোগে ভুগছেন, তার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রয়েছে তারপরও
সচিব আর আইজি প্রিজন বসে দ্রুতই সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসার বিষয়ে, কথা বলবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version