Site icon Jamuna Television

কোচিং মিশন নিয়ে মেক্সিকোতে ম্যারাডোনা

মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল ডোরাডোস দে সিনালোয়ার দায়িত্ব নিলেন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।

শনিবার বিমানবন্দরে পৌঁছানোর পর ক্লাব কর্মকর্তা ও সমর্থকদের অভ্যর্থনা পান ১৯৮৬’র বিশ্বকাপ জয়ী আর্জেন্টইন অধিনায়ক। শনিবার ক্লাবের অফিসিয়াল টুইটারে সেই তার ছবি প্রকাশ করে ক্লাবটি। ২০১০ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ দলের হেড কোচের দায়িত্বে ছিলেন ম্যারাডোনা।

দেশের হয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ম্যারাডোনা পরের আট বছরে সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবে ছাড়া অন্য কোথাও কোনো দলের কোচের দায়িত্ব পাননি। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহর কোচ ছিলেন ম্যারাডোনা। গত এপ্রিলে ক্লাবটির দায়িত্ব ছাড়েন তিনি।

মেক্সিকোর ডোরাদোস ক্লাবটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে খেলোয়াড় হিসেবে সেখানে ছয় মাস কাটান ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা। মেক্সিকোর মাটিতেই ১৯৮৬’তে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন ম্যারাডোনা। এবার কোচ হিসেবে সেখানে কেমন করেন সেটিই দেখার বিষয়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version