Site icon Jamuna Television

ব্রিটেনে কালো তালিকাভুক্ত হচ্ছে ওয়াগনার!

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিতে যাচ্ছে ব্রিটেন। বুধবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্টে এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আসতে পারে। খবর রয়টার্সের।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান বলেন, দলটি উগ্রপন্থী ও ধ্বংসাত্মক। ইউক্রেন ও আফ্রিকার বিভিন্ন এলাকায় সক্রিয় গোষ্ঠীটি বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

তার দাবি, ক্রেমলিনের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যেই ব্যবহার করা হচ্ছে ওয়াগনারকে। যুক্তরাজ্যের পার্লামেন্টে ওয়াগনারের সম্পদ জব্দের প্রস্তাবও দেয়া হয়েছে। কারণ, ব্রিটিশ সন্ত্রাসবাদ নীতিমালা-২০০০ অনুসারে সেনাদলটির আচরণ স্পষ্টভাবে চরমপন্থী গোষ্ঠীর সাথে মিলে যায়। যে-ই কালো তালিকায় রয়েছে হামাস ও বোকো হারামের মতো সংগঠনও।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রহস্যজনক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। এরপরই অনিশ্চিত হয়ে যায় ভাড়াটে এই সেনা দলটির ভবিষ্যৎ।

/এমএন

Exit mobile version