Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মুন্সিগঞ্জ করেসপন্ডেন্ট:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১২ জন।

এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রামেরখোলা এলাকায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দেয়। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যায় বাসের ৩জন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

/এমএন

Exit mobile version